ঈশ্বরদী-ভাঙ্গা রুটে মধুমতি এক্সপ্রেস চলাচল বন্ধ

ট্রেন
প্রতীকী ছবি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পাবনার ঈশ্বরদী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত মধুমতি এক্সপ্রেস ট্রেনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় কার্যালয় এ ঘোষণা দেয়। ফলে আজ সকালে ট্রেনটি আর ভাঙ্গা অভিমুখে যাত্রা করেনি।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে আজ এই রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেনটি আর চলবে না। করোনা সংক্রমণ বাড়তে থাকলে সংক্ষিপ্ত রুটে চলা অন্য ট্রেনগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে নয়টায় ঈশ্বরদী থেকে ভাঙ্গা অভিমুখে যেত। বেলা তিনটার দিকে ভাঙ্গা থেকে আবার ঈশ্বরদীর উদ্দেশে ছেড়ে আসত। সপ্তাহে বৃহস্পতিবার বাদে ছয় দিন ট্রেনটি চলত। কুষ্টিয়া, ফরিদপুরসহ বিভিন্ন অঞ্চলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ট্রেনটি বন্ধ ঘোষণা করা হলো।

করোনা সংক্রমণ বাড়ার কারণে ১১ জুন থেকে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস, চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস, রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস, রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও পাবনার ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস বন্ধ ঘোষণা করা হয়।