ঈশ্বরদীতে বাসের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এনামুল মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি গ্রামে পাবনা-পাকশী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত এনামুল মণ্ডলের বাড়ি উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারি গ্রামে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যবসায়ী এনামুল হক বিভিন্ন গ্রাম থেকে গরু কিনে হাটে বিক্রি করেন। দুপুর দুইটার দিকে তিনি মুলাডুলি শেখপাড়া এলাকা থেকে গরু কিনে ইঞ্জিনচালিত নসিমনে উপজেলার আওতাপাড়া হাটে যাচ্ছিলেন। মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি গ্রামে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস নসিমনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নসিমনের যাত্রী এনামুল হক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ময়নাতদন্তর জন্য এনামুলের লাশ উদ্ধার করা হয়। তবে কোনো অভিযোগ না থাকায় পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।