ঈশ্বরদীতে বিএনপি প্রার্থীকে ‘কলার ধরে ঘাড়ধাক্কা’

কুয়াশার মাঝেও ভোট দিতে এসেছেন ভোটাররা। শনিবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার মহিলা কলেজ সড়কের সামনে।
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। আজ শনিবার সকালে পৌর এলাকার ইসলামিয়া আলীম মাদ্রাসার ভোটকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
তবে বিএনপির এ অভিযোগ ‘গতানুগতিক’ দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইছাহাক আলী মালিথা। তাঁর দাবি, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে গেছে বিএনপি। তাই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আওয়ামী লীগের কয়েকজন কর্মী–সমর্থক এসে কেন্দ্রের ভেতর ঢুকে তাঁকে শার্টের কলার ধরে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেন। এতে তিনি হাতে আঘাত পান। হামলাকারীরা তাঁকে হুমকিও দেন—তিনি যেন ভেতরে আর না আসেন।

এদিকে একই সময়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু জাহিদ উজ্জ্বলের কর্মী সাইফুল ইসলামকে একই ওয়ার্ডের আরেক প্রার্থী শরিফুল ইসলামের সমর্থকেরা হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাইফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।