উখিয়ায় নতুন ও পুরোনো রোহিঙ্গাদের সংঘর্ষে আহত ৭

একটি ছোট পাহাড়ে রোহিঙ্গা শিবির। টেকনাফ ও উখিয়ার এ রকম বহু পাহাড়ের গাছ ও মাটি কেটে শিবির তৈরি করা হয়েছে।
রয়টার্সের ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। রোববার বিকেলে নতুন ও পুরোনো রোহিঙ্গাদের দুটি দলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান চৌধুরী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কয়েকজন রোহিঙ্গানেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ইয়াবা পাচারকে কেন্দ্র করে রোহিঙ্গা শিবিরের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এর জের ধরে রোববার এ সংঘর্ষ বাধে। প্রথমে থেমে থেমে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে তা দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০টি ঝুপড়ি এবং পানি সরবরাহের বেশ কয়েকটি ট্যাংক ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে আহত সাতজনকে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। আহত ব্যক্তিদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. আতিকুল রহমান বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।