উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৯ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৯ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি-১১ ব্লকের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ শফিক (২২), নুর মোস্তফা (২২), মোহাম্মদ মিয়া (৩৮), হেদায়েত উল্লাহ (২২), সফিউল আলম (৩৮), আবুল কালাম (২৪), জাফর আলম (৪৭), জাহিদ উল্লাহ (২৪) ও শফি উল্লাহ (৩৩)। তাঁরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এপিবিএন সূত্র জানায়, উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি-১১ ব্লকে মক্তবের সামনে ফাঁকা জায়গায় ৩০ থেকে ৩৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে এপিবিএন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে অনেকে পালিয়ে যান। এ সময় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৯ রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সক্রিয় সদস্য।

এ ঘটনায় এপিবিএনের পক্ষ থেকে উখিয়া থানায় ডাকাতির প্রস্তুতি মামলা করা হয়। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, গ্রেপ্তার নয়জনকে উখিয়া থানা-পুলিশে সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, নয়জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।