উখিয়ায় ব্যাগভর্তি আইস ফেলে পালাল পাচারকারীরা

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের উখিয়া উপজেলায় ব্যাগভর্তি মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী বাজারের পাকা সেতুর নিচ থেকে এসব আইস উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ আইস মিয়ানমার থেকে নিয়ে পাচারকারীরা বাংলাদেশে প্রবেশ করছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা গতকাল রাতে উখিয়ার ৫ নম্বর পালংখালী ইউনিয়নের পালংখালী বাজার থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে পাকা সেতুর নিচে অবস্থান নেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবির সদস্যরাও পাল্টা গুলি করলে ব্যাগভর্তি আইস ফেলে তারা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে পাঁচ কেজি আইস উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।

কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদি হোসাইন বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ কোটি ৫৫ লাখ ৬৫ হাজার টাকার মূল্যের ৪ লাখ ১৮ হাজার ৫০টি ইয়াবা বড়ি, ২৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ওজনের আইস ও ৩৭ কোটি ৫৫ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সময়ে পাঁচজনকে আটক করা হয়েছে।