উখিয়ায় মাদক কারবারি-বিজিবি গুলি বিনিময়, তিন লাখ ইয়াবা উদ্ধার

ইয়াবা
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় ৩ লাখ ২০ হাজার ইয়াবাবোঝাই একটি ব্যাগ উদ্ধার করেছে বিজিবি।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আলী হায়দার আজাদ আহমেদ বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচার হবে—এমন তথ্য পেয়ে বিজিবি সদস্যরা গোলডেবার পাহাড় এলাকা কড়া নজরদারিতে রেখেছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। এ সময় সরকারি সম্পদ ও নিজেদের আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়লে ইয়াবা পাচারকারীরা ব্যাগভর্তি ইয়াবা ফেলে পাহাড়ি জঙ্গল দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৩ লাখ ২০ হাজার ইয়াবাবোঝাই একটি ব্যাগ উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব।

আলী হায়দার আজাদ আহমেদ বলেন, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিজিবি সদস্যরা ১৩৭ কোটি ১৩ লাখ ৭১ হাজার ১০০ টাকা মূল্যের ৪৫ লাখ ৭১ হাজার ২৩৭টি ইয়াবাসহ ২০৩ জনকে আটক করেছেন।