উখিয়ায় প্রায় সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা নেতা গ্রেপ্তার

উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবির
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ ইয়াবার একটি চালান জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে রোহিঙ্গা নেতা (মাঝি) মো. গুরা মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে শিবিরের ভেতরে একটি আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

গুরা মিয়া বালুখালী-৯ ক্যাম্পের জি ব্লকের ৩১ নম্বর কক্ষের বাসিন্দা। তাঁর বাবার নাম নুর আহমদ। গুরা মিয়াকে উখিয়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোহিঙ্গা শিবির থেকে এ পর্যন্ত যত ইয়াবার চালান জব্দ হয়েছে, তার মধ্যে এটিই সর্ববৃহৎ চালান বলে জানিয়েছেন র‌্যাব সদস্যরা।

রোহিঙ্গা শিবির থেকে এ পর্যন্ত যত ইয়াবার চালান জব্দ হয়েছে, তার মধ্যে এটিই সর্ববৃহৎ চালান বলে জানিয়েছেন র‌্যাব সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, টেকনাফ সীমান্ত থেকে ইয়াবার চালানটি সংগ্রহ করে রোহিঙ্গারা বালুখালী ক্যাম্পের আস্তানায় নিয়ে আসেন। সোমবার রাতে রোহিঙ্গা মাঝি গুরা মিয়ার নেতৃত্বে কয়েকজন রোহিঙ্গা ইয়াবার চালানটি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হাতেনাতে গুরা মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও কয়েকজন রোহিঙ্গা পালিয়ে ক্যাম্পের পাহাড়ে আত্মগোপন করেন।

এ সময় র‍্যাব সদস্যরা গুরা মিয়ার সঙ্গে থাকা ৩টি বস্তা ও শপিং ব্যাগ তল্লাশি করে ৫ লাখ ৪৬ হাজার ৬৮০টি ইয়াবা বড়ি জব্দ করেন। গ্রেপ্তার গুরা মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তাঁরা টেকনাফ সীমান্ত থেকে ইয়াবার চালান সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে মজুতের সঙ্গে জড়িত। পরবর্তীকালে সেগুলো কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন।