উখিয়ায় ‘বন্দুকযুদ্ধের’ পর ২ লাখ ইয়াবা উদ্ধার করল বিজিবি

কক্সবাজারের উখিয়ায় বন্দুকযুদ্ধের পর উদ্ধার হওয়া ইয়াবা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মাদক কারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বন্দুকযুদ্ধের পর দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির দাবি, বন্দুকযুদ্ধের একপর্যায়ে মাদক কারবারিরা পিছু হঠে নাফ নদী পেরিয়ে মিয়ানমারে পালিয়ে গেছেন। উদ্ধার হওয়া ইয়াবাগুলো মাদক কারবারিরা ফেলে গেছেন, যা কয়েক ঘণ্টা আগে মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে আনা হয়েছিল।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. মেহেদী হোসাইন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, কিছু মাদক কারবারি নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান বাংলাদেশ নিয়ে আসছেন। বিজিবির টহল দল বালুখালী কাটাপাহাড়ে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে দেখা যায়, মিয়ানমার থেকে কয়েকজন বাংলাদেশের দিকে আসছেন।

মেহেদী হোসাইন কবির বলেন, এ সময় বিজিবির টহল দল থামার সংকেত দিলে মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে বিজিবিও ২০টি পাল্টা গুলি ছোড়ে। তখন অবস্থা বেগতিক দেখে মাদক কারবারিরা সঙ্গে থাকা বস্তা মাটিতে ফেলে দ্রুত নাফ নদী পার হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।