উজিরপুর পৌরসভা: দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদার্শী মহল্লায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ রোববার কাউন্সিলর প্রার্থী অসীম কুমার ঘরামীকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কাল সোমবার এখানে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে দুই প্রার্থী হলেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে সাতটার দিকে ফরিদ হোসেনের সমর্থনে একটি মিছিল বের করা হয়। এটি দক্ষিণ মাদার্শী হরলাল সাধুর বাড়ির সামনে পৌঁছালে বাধার মুখে পড়ে।

ফরিদ হোসেন বলেন, তিনিসহ তাঁর দুই শতাধিক নারী সমর্থক ওয়ার্ডে মিছিল বের করেছিলেন। তখন তাঁর প্রতিপক্ষ অসীম ঘরামী ও তাঁর দুই সমর্থক মিছিলে মোটরসাইকেল তুলে দেন। এতে তাঁর স্ত্রী সাবিনা আক্তার (২৬) আহত হন। এ নিয়ে প্রতিবাদ করলে অসীমের নেতৃত্বে মিছিলে হামলা চালানো হয়। এতে পাঁচ নারীসহ সাতজন আহত হন। গুরুতরভাবে আহত সাবিনা আক্তার (২৬) ও মনোয়ারা বেগমকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে অসীম ঘরামী বলেন, তাঁর কয়েকজন সমর্থক রাস্তার পাশে দাঁড়িয়ে গণসংযোগ করছিলেন। তখন ফরিদ হোসেনের মিছিল থেকে কয়েক জন তাঁর সমর্থক কাউয়ুম হোসেনের (২৬) ওপর হামলা চালায়। প্রতিবাদ করলে তাঁর তিন সমর্থককে মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রার্থী ফরিদ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় তাঁর প্রতিদ্বন্দ্বী অসীম কুমার ঘরামীসহ ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।