উত্তপ্ত তরল লোহা ছিটকে দগ্ধ শ্রমিকদের একজনের মৃত্যু

গাজীপুরের এসএস স্টিল কারখানায় শুক্রবার ভোরে বয়লারে লোহা গালানোর সময় তপ্ত তরল লোহার স্ফুলিঙ্গ ছিটকে পড়ে পাঁচজন দগ্ধ হন।

গাজীপুর জেলার ম্যাপ

গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিলের এক কারখানায় উত্তপ্ত তরল লোহা ছিটকে দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুলাল শেখ নামের একজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। তাঁর নাম দুলাল শেখ (২৫)। তাঁর বাড়ি রাজশাহীর গোয়ালন্দ থানার কাশিমা গ্রামে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, এসএস স্টিল প্রাইভেট লিমিটেড কারখানায় শুক্রবার ভোরে বয়লারে লোহা গালানোর সময় তপ্ত তরল লোহার স্ফুলিঙ্গ ছিটকে পড়ে পাঁচজন দগ্ধ হন। তাঁরা হলেন রাজশাহীর দুলাল শেখ (২৫), কিশোরগঞ্জের মোজাম্মেল হক (২২), দিনাজপুরের রিপন চন্দ্র মোহন্ত (৩০), কিশোরগঞ্জের নিলয় চন্দ্র বর্মণ (২৫) ও ময়মনসিংহের আজহারুল ইসলাম (৪০)। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধ পাঁচজনের মধ্যে আজহারুল ইসলাম নামের একজনকে শুক্রবারই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। শনিবার ভোরে হাসপাতালে দুলাল শেখ মারা গেছেন। বাকি তিনজন মোজাম্মেল, নিলয় ও রিপনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।