উপজেলা চেয়ারম্যানের বাসভবন ‘দখল’ করে বিজ্ঞান ক্লাব

নাটোরের লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি বাসভবনে বিজ্ঞান ক্লাব চালু করা হয়েছে। আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি উদ্বোধন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেছেন, তাঁর অনুপস্থিতিতে কাজটি করা হয়েছে। এতে তাঁর অধিকার ক্ষুণ্ন হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরের পাশের বিদ্যালয়ের মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন। পরে ইউএনও বিজ্ঞান ক্লাবের কার্যক্রম চালু করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী বলেন, পরিষদ চত্বরে তাঁর বসবাসের জন্য একটি দ্বিতল ভবন নির্ধারিত রয়েছে। সেটি জরাজীর্ণ হওয়ায় সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। সংস্কারকাজ শুরুর আগেই আজ সকালে তাঁর অনুপস্থিতিতে ইউএনও উম্মুল বানীন ভবনটিতে বিজ্ঞান ক্লাব চালু করেছেন। এতে তাঁর অধিকার ক্ষুণ্ন হয়েছে।

ইসাহক আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জরাজীর্ণ হওয়ায় আমি পরিবার নিয়ে ওই ভবনে বাস করি না। তাই বলে সেটা দখল করে একটা ক্লাব বানানো হবে, এটা ভাবতেও পারছি না। এ ব্যাপারে আমাকে জানানোও হয়নি। আমি ঢাকায় আছি। অথচ ইউএনও আজ দুপুরে ফোন করে আমাকে ক্লাব করার কথা জানান।’

জানতে চাইলে ইউএনও উম্মুল বানীন বলেন, ভবনটি পরিত্যক্ত ছিল। সরকারিভাবে পরিষদ চত্বরে একটি বিজ্ঞান ক্লাব করার তাগিদ রয়েছে। অন্য কোথাও জায়গা না পাওয়ায় চেয়ারম্যানের পরিত্যক্ত বাসভবনে ক্লাবটি চালু করা হয়েছে। সেখানে কেবল আসবাবপত্র নেওয়া হয়েছে। চেয়ারম্যান সাহেব ওই ভবনে থাকতে চাইলে ক্লাবটি সরিয়ে নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলার ঘর বরাদ্দ কমিটির সভাপতি। তিনি তো নিজেই সমস্যার সমাধান করতে পারেন। তবে আমার কাছে অভিযোগ করলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’