ব্রাহ্মণপাড়া উপনির্বাচন: আ.লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় সাংবাদিকসহ আহত ১৫

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরের এজেন্টদের একটি মাইক্রোবাস গতকাল ভাঙচুর করা হয়
প্রথম আলো

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের হামলায় এক স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট, সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে দুলালপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এ সময় দুটি গাড়িও ভাঙচুর করা হয়।

হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু জাহেরের পোলিং এজেন্ট কিশোর, মনির–১, মনির–২, শান্ত, পারভেজ, গফুর, মোজাহের, ফখরুল, দেলু এবং দৈনিক আমাদের কুমিল্লার জহিরুল ইসলাম, কুমিল্লা নিউজ ২৪-এর আশিকুর রহমান ও মাইটিভির ক্যামেরা পারসন বাপ্পি। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের একটি প্রাইভেট কারও গতকাল ভাঙচুর করা হয়
প্রথম আলো

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকাল ৯টার দিকে দুলালপুর এসএমএন্ডকে উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে ঢোকার সময় স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরের (আনারস) পোলিং এজেন্টদের ওপর আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর চৌধুরীর সমর্থকেরা হামলা করে। এতে সাংবাদিকসহ ১৫ জনকে আহত হন। এ সময় স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরের পোলিং এজেন্টদের একটি মাইক্রোবাস এবং সাংবাদিকদের একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়।

তাৎক্ষণিকভাবে ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে কুমিল্লার জেলা প্রশাসক আবু ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল আসেন।

এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর চৌধুরী বলেন, হামলাকারীরা তাঁর সমর্থক নন। তারা বহিরাগত।

কুমিল্লার জেলা প্রশাসক আবু ফজল মীর প্রথম আলোকে বলেন, ভোটকেন্দ্র থেকে ৫০০ মিটার দূরে ঘটনা ঘটেছে। ভোটকেন্দ্রে কোনো ধরনের সমস্যা হয়নি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।