উপনির্বাচনে নাসিমপুত্র জয়কে প্রার্থী হিসেবে চায় কাজীপুর আ.লীগ

সাবেক সাংসদ তানভীর শাকিল

আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তানভীর শাকিল জয়কে চায় কাজীপুর উপজেলা আওয়ামী লীগ। আজ সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা থেকে দলীয় প্রার্থী হিসেবে তানভীর শাকিলকে সমর্থন দেওয়া হয়।

কাজীপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন। এই আসনের সাংসদ মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সাংসদ তানভীর শাকিল।

শূন্য আসনে দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার বিকেলে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নাসিমপুত্র সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়কে তাদের প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র জি এম তালুকদার, যুগ্ম সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান তালুকদারসহ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা সর্বসম্মতিক্রমে প্রথমে কণ্ঠভোটে এবং পরে কার্যকরী কমিটির সদস্যরা স্বাক্ষর করে প্রস্তাব পাস করেছি। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জয় ভাইকে প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনের সুযোগ দেবেন, এমনটি আমরা আশা করছি।’