উলিপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে তালা ভেঙে দরপত্র ছিনতাই

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। সোমবার তোলা
ছবি: প্রথম আলো

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্রের বক্সের তালা ভেঙে প্রকাশ্যে দরপত্র ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দরপত্র ছিনতাইয়ের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উলিপুর থানায় সোমবার দুপুরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে পুলিশ এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার কিংবা দরপত্র উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  দরপত্রের প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য ৪৫ লাখ টাকার এমএসআর সামগ্রী (ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম) কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। সোমবার দুপুর ১২টায় ওই দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। কয়েকজন ঠিকাদার সকালে কয়েকটি দরপত্র দরপত্রের বাক্সে ফেলেন। সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত দরপত্র জমা দেওয়ার কথা বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে ঢুকে পড়ে। এ সময় তারা দরপত্রের বাক্সের তালা ভেঙে দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, ‘সোমবার সকালে সাত-আটজনের একটি দল দরপত্র জমা দেওয়ার কথা বলে আমার কক্ষে প্রবেশ করে। এ সময় আমি কার্যালয়ে উপস্থিত ছিলাম না। সেখানে উপস্থিত কর্মচারীদের জিম্মি করে টেন্ডার বক্সের তালা ভেঙে কয়েকটি দরপত্র ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই।’
এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবীর বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ দরপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

ইউএনও নূরে-এ-জান্নাত রুমি বলেন, ‘ঘটনা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি মামলা দিতে। এ অবস্থায় দরপত্র প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।’