উৎসবের বাড়িতে এখন শুধুই কান্না

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রতীকী ছবি

ছেলের সুন্নতে খতনা উপলক্ষে আত্মীয়স্বজন আগেভাগেই এসেছেন বাড়িতে। আশপাশের লোকজনকেও নিমন্ত্রণের কাজটি সেরে ফেলা হয়েছে। চলছে সাজসজ্জার কাজ। সেই উৎসব মুহূর্তেই বিষাদে পরিণত হয় একটি দুর্ঘটনায়।

অতিথিদের আপ্যায়নের জন্য খাটানো শামিয়ানা ঘেঁষে কাপড় শুকাতে যান মা রুমি আকতার (৪০)। সেখানে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান তিনি। আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের বাজেবকসা গ্রামে ঘটনাটি ঘটেছে।

গ্রামবাসী জানান, উপজেলার বাজেবকসা গ্রামের জালাল হোসেন তাঁর ছেলে মো. রকির (৬) সুন্নতে খতনা অনুষ্ঠানের আয়োজন করেন আগামীকাল শুক্রবার। অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য বাড়িতে শামিয়ানা খাটানোর কাজ করছিলেন তিনি। রাতে কাজের সুবিধার জন্য সেখানে বৈদ্যুতিক বাতিরও ব্যবস্থা করেন জালাল হোসেন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শামিয়ানা ঘেঁষা একটি তারে কাপড় শুকাতে যান রুমি আকতার। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই রুমি আকতারের মৃত্যু হয়।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল।

রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্ম্মন বলেন, ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানের আগের দিন মা মারা যাওয়ায় উৎসবের বাড়িতে এখন শুধুই কান্না চলছে।