এএসআইকে টেনে-ছেঁচড়ে নিল ট্রাক, ঘটনাস্থলেই মৃত্যু

এএসআই দুলাল চন্দ্র রায়
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় দুলাল চন্দ্র রায় (৪২) নামের মোটরসাইকেল আরোহী পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। মোটরসাইকেলসহ তাঁকে বেশ কিছুটা পথ টেনে-ছেঁচড়ে নিয়ে যায় ট্রাকটি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট-তাঁতীপাড়া এলাকায় পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুলাল চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বলরাম এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও সদর থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, দুলাল চন্দ্র রায় মঙ্গলবার রাতে ছুটি নিয়ে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে করে দেবীগঞ্জের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের লক্ষ্মীরহাট-তাঁতীপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে দেবীগঞ্জগামী ট্রাক প্রথমে পেছন থেকে তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ দুলাল ট্রাকের সামনে নিচের দিকে আটকে যান। ওই অবস্থায় কিছুটা পথ তাঁকে টেনে-ছেঁচড়ে নিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. বজলুর রশিদ বলেন, ঘটনার পর চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই নিহত ব্যক্তির স্ত্রী কমলা রানী বাদী হয়ে অজ্ঞাত ট্রাকচালক ও তাঁর সহকারীকে আসামি করে একটি মামলা করেছেন। এএসআই দুলালের লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় এএসআই দুলাল চন্দ্র রায় পারিবারিক সমস্যার কথা বলে দুই দিনের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পরে রাতে দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর আসে।