এক দিনের ব্যবধানে রাজশাহীতে করোনায় শনাক্ত বেড়েছে তিন গুণ

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহীতে করোনা সংক্রমণের হার হঠাৎ বেড়ে গেছে। এক দিনের ব্যবধানে বেড়েছে প্রায় তিন গুণ। আজ সোমবার সকালে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ জেলায় ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭৭ জনের দেহে। আর কোভিড-১৯ পরীক্ষার বিপরীতে সংক্রমণ ছিল ৩৩ দশমিক ১৯ শতাংশ। গতকাল রোববার শনাক্ত ছিল ২২ জন এবং সংক্রমণ ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এবং জেলা প্রশাসক আবদুল জলিল। শনাক্ত ৭৭ জনের সবাই রাজশাহী সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, আজকের শনাক্তের সংখ্যা এবং সংক্রমণের হার চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত জেলাটিতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৮ হাজার ৫৭২ জনের দেহে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩২৭ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে করোনার শয্যা বর্তমানে ১০৪টি। এর মধ্যে রোগী ভর্তি আছেন ৩৩ জন। এই ৩৩ জনের মধ্যে রাজশাহী জেলার রোগীই ২০ জন।

রাজশাহীর সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক প্রথম আলোকে বলেন, সারা দেশের মতো রাজশাহীতে করোনা শনাক্ত বেড়ে যাচ্ছে। তাই সবাইকে সরকারের দেওয়া ১১ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।