একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

একসঙ্গে এই তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রোজিনা বেগম। শেরপুর শহরের রাজাবাড়ী এলাকার একটি হাসপাতালে
দেবাশীষ সাহা রায়

শেরপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তাঁর নাম রোজিনা বেগম (২৫)। রোববার সন্ধ্যায় শেরপুর শহরের রাজাবাড়ী (তিনআনী বাজার) এলাকার ফিরোজা-মর্তুজ প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এই তিন সন্তান প্রসব করেন।

গৃহবধূ রোজিনা বেগম জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া সরকারপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ রোজিনা বেগম অন্তঃসত্ত্বা হওয়ার পর আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে জানতে পারেন তাঁর গর্ভে তিন সন্তান। এরপর থেকে তিনি গাইনি বিশেষজ্ঞ মায়া হোড়ের তত্ত্বাবধায়নে ছিলেন। রোববার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নির্দিষ্ট সময়ের মধ্যেই চিকিৎসক মায়া হোড় অস্ত্রোপচার করলে রোজিনা তিন সন্তানের জন্ম দেন।

চিকিৎসক মায়া হোড় বলেন, রোজিনার সফল অস্ত্রোপচারে তাঁর তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। নবজাতকেরা ও তাঁদের মা সুস্থ আছেন।

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম হওয়ায় বেশ খুশি বলে জানান নবজাতকদের বাবা সাইফুল ইসলাম। তিনি বলেন, তাঁর ছয় বছরের এক মেয়ে আছে। নবজাতকেরাসহ তাঁর স্ত্রী ভালো আছেন।