এখনো আমরা প্রতিবাদ করতে ভয় পাই: মেয়র আইভী

নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১৬ শিক্ষার্থীকে তুলে দেওয়া হয় ভাষাসৈনিক মমতাজ বেগম মেধাবৃত্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী
ছবি: প্রথম আলো

দেশে নারী জাগরণ অনেক দূর এগোলেও আরও অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। প্রীতিলতা, বেগম রোকেয়াদের উদাহরণ টেনে তিনি বলেছেন, নারীদের চিন্তাভাবনায়ও পরিবর্তন আনা দরকার।

শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে রোববার দুপুরে ভাষাসৈনিক মমতাজ বেগম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের আইভী বলেন, ‘আগে মেয়েরা কথা বলতে পারত না। রিকশায় চড়লে চারদিক ঢেকে রাখত, ঘোড়ার গাড়ি ঢেকে রাখা হতো। সেই সময় একজন নারীর লেখাপড়া করা, প্রতিবাদী হওয়া কিন্তু সহজ ব্যাপার ছিল না। এখনো আমরা প্রতিবাদ করতে ভয় পাই।’

জীবনে সৎ থাকার পাশাপাশি অকপটে সত্য বলার সাহস অর্জন করতে শিক্ষার্থীদের উপদেশ দিয়ে মেয়র বলেন, ‘যে অসৎ, সে সত্য কথা বলতে ভয় পায়। অন্যায় কাজ করলে সাহস থাকে না। সাহস নিয়ে অকপটে সত্য কথা বলতে হবে। ভেতরে দেশপ্রেম জাগাতে হবে। প্রীতিলতা, বেগম রোকেয়ার কথা চিন্তা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মাথায় রাখতে হবে। তিনি নারীদের অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করেছেন। এ জন্য তাঁকে স্যালুট দিতে হবে।’

দেশের রাজনীতি নিয়ে নেতিবাচক মানসিকতার পরিবর্তনের দরকার বলেও মনে করেন দেশের একমাত্র নারী মেয়র আইভী। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু কেউ রাজনীতিবিদ হতে চায় না। মেধা-বুদ্ধি দিয়ে দেশের সেবায় কাজ করতে চায়, সেটা কেউ বলতে চায় না। কারণ, রাজনীতিবিদদের নিয়ে একটি নেতিবাচক আলোচনা আছে। সবাই কিন্তু এক রকম না। এই চিন্তাভাবনাও পরিবর্তন করতে হবে।

ভাষাসৈনিক মমতাজ বেগম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সমাজে নারীদের এত বাধাবিপত্তির কারণে অনেক সময় পিছিয়ে পড়তে হয়। কিন্তু মমতাজ বেগমের কথা চিন্তা করবে এবং নারায়ণঞ্জ শহরে একজন আইভী আছে তোমাদের পাশে, এইটা মাথায় রাখবে। পুরুষ মানুষদেরও কিন্তু বিভিন্ন প্রতিকূলতার মাঝখান দিয়ে, রাজনৈতিক বাধার মধ্য দিয়ে আগাতে হয়। সততার কথা যেন আমরা ভুলে না যাই। অন্যায় যেন কখনো না করি। অন্যায়কে যেন আমরা “না” বলতে পারি।’

মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মমতাজ বেগমের জ্যেষ্ঠ নাতনি চিকিৎসক ফারজানা ইসলাম রূপা, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মমতাজ বেগমের কনিষ্ঠ দৌহিত্র ওয়াসীম ইসলাম, কনিষ্ঠ নাতনি রিজওয়ানা মনির, মর্গ্যান গার্লস স্কুলের প্রধান শিক্ষক লায়লা আক্তার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির শিক্ষক কবির ইউ চৌধুরী। ১৬ জন শিক্ষার্থীকে দেওয়া হয় মমতাজ বেগম মেধাবৃত্তি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের একসময়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বিশেষ অবদান রেখেছিলেন। এ জন্য তিনি ২০১২ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।