এখনো জ্বলছে আগুন, পাঁচ শ্রমিক আহত

গাজীপুরের কালিয়াকৈরে এফবি ফুটওয়্যার লিমিটেড কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। শনিবার বিকেলে
মাসুদ রানা

গাজীপুরের কালিয়াকৈরের উলুসারা এলাকায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত পাঁচজন শ্রমিক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে কালিয়াকৈরের উলুসারা এলাকায় এফবি ফুটওয়্যার লিমিটেড নামে জুতা তৈরির কারখানার একতলা ভবনের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে নিরাপত্তাকর্মী এবং কারখানার শ্রমিকেরা নিজস্ব অগ্নিনির্বাপকযন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্ত ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও রাত সাড়ে ৯টা পর্যন্ত পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। এর মধ্যে আগুনে কারখানার বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি, রাসায়নিক ও জুতা তৈরির সরঞ্জাম পুড়ে যায়। এদিকে আগুন লাগার খবর পেয়ে কারখানার অন্য ভবনে থাকা শ্রমিকেরা দৌড়ে বেরিয়ে যান। শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে বাইরে চলে আসেন। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত পাঁচজন শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, কারখানার ভেতরে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কেমিক্যাল পুড়ে শেষ না হওয়া পর্যন্ত আগুন নিভছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করে চলেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় থাকা রাসায়নিক অথবা বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
কারখানার শ্রমিকেরা জানান, নিরাপত্তাকর্মীরা হঠাৎ করেই বিকেলে সাড়ে চারটার দিকে কারখানার একতলা ভবনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখতে পান। পরে ধোঁয়া থেকে আগুন জ্বলে তা কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনের বিষয়ে জানতে ওই কারখানা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাঁরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাতের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন