এজেন্টদের বের করে দেওয়ায় অভিযোগে বিএনপির প্রার্থীর ভোট বর্জন

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
প্রথম আলো

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া এবং ভোটকেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ তুলে নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান ভোট বর্জন করেছেন । আজ মঙ্গলবার মান্দা উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

ভোটের দিন ছাড়াও কয়েক দিন ধরে বিএনপির নেতা-কর্মীদের বাড়িছাড়া করতে অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। এতে পুরো উপজেলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
মোখলেছুর রহমান, বিএনপির প্রার্থী, মান্দা উপজেলা পরিষদ উপনির্বাচন

সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন, ভোট গ্রহণের শুরুতেই কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয় । এ ছাড়া ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। ভোটের দিন ছাড়াও কয়েক দিন ধরে বিএনপির নেতা-কর্মীদের বাড়িছাড়া করতে অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। এতে পুরো উপজেলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্কের মধ্যেও আজ যাঁরা ভোট দিতে গেছেন, তাঁদেরকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এসব বিষয়ে নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনকে বারবার বলা হলেও তাঁরা দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি।

সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান ভোট বর্জনের ঘোষণা দিয়ে এই নির্বাচন বাতিল করে আবারও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।
ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোল্লা এমদাদুল হক বলেন, ‘বিএনপি বরাবরই মিথ্যাচার করে আসছে। আজকে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট হচ্ছে।’

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে ১০৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৯৭৬ জন। গত ৬ জুন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন মারা যাওয়ায় তাঁর পদটি শূন্য হয়।