এদের মাফ নাই: ইনু

প্রতিবাদ সমাবেশ বক্তৃতা করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বুধবার সকালে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে।
তৌহিদী হাসান

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু, সংবিধান, মুক্তিযোদ্ধা ও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এদের মাফ নাই। আজ বুধবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

কুষ্টিয়া জেলা জাসদ আয়োজিত সমাবেশে হাসানুল হক ইনু প্রধান অতিথি ছিলেন। গত শুক্রবার গভীর রাতে ভাস্কর্যটির কিছু অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনের সভাপতিত্বে সমাবেশে হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা সমগ্র জাতিকে চরমভাবে ব্যথিত করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী, উসকানিদাতা ও রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতেই হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য, জাতীয় ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধে মীমাংসিত সংবিধানের বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘যেই রাজনৈতিক মোল্লা ও রাজাকারেরা ধর্মের নামে স্বাধীনতার বিরোধিতা করে ৩০ লাখ মানুষ হত্যা করেছে, সেই দেশদ্রোহী রাজনৈতিক মোল্লা, রাজাকার, নব্য রাজাকারদের কাছে ধর্মের ইজারা দেওয়া হয়নি।’

বাংলাদেশ রাষ্ট্রধর্ম নিরপেক্ষতার নীতির ভিত্তিতেই চলবে বলে মন্তব্য করেন ইনু। তিনি আরও বলেন, ধর্মের নামে অশান্তি, ভাগাভাগি, বাড়াবাড়ির অপচেষ্টা রুখে দেওয়া হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, জাসদ নেতা জিল্লুর রহমান ও কারশেদ আলম প্রমুখ।