এবার কোম্পানীগঞ্জে ‘আগুন জ্বালানোর’ হুমকি কাদের মির্জার

আবদুল কাদের মির্জা
ফাইল ছবি

এবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুন জ্বালানোর হুমকি দিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নিজের ফেসবুকে এ-সংক্রান্ত একটি পোস্ট দেন কাদের মির্জা।

ফেসবুক পোস্টে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা উল্লেখ করেন, ‘সাংবাদিক মুজাক্কিরকে (বুরহান উদ্দিন মুজাক্কির) নিজ হাতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসী মিজানুর রহমান বাদল। তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জোর দাবি জানাচ্ছি, অন্যথায় কোম্পানীগঞ্জে আগুন জ্বলবে। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’

কাদের মির্জার এই ফেসবুক পোস্টের আগে দুপুর ১২টার দিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনটি মামলায় জামিন লাভ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। এরপরই মিজানুর রহমানের উদ্দেশে কাদের মির্জা ফেসবুকে ওই পোস্ট দেন।

এদিকে বেলা সোয়া তিনটার দিকে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে কাদের মির্জা উল্লেখ করেন, ‘আমার তিন কর্মীকে (আবুল হাসেম, আবদুল মালেক ও ইকবাল বাহার চৌধুরী) মিথ্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে মুজাক্কির হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে আমি বলেছিলাম, মুজাক্কির হত্যাকাণ্ডে জজ মিয়াদের ফাঁসানো হবে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে আমার কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সত্য উদঘাটন করব।’

ফেসবুকে দুটি পোস্ট করার পর কাদের মির্জা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওবায়দুল কাদের আমাকে জব্দ করার জন্য, আমার মুখ বন্ধ করার জন্য তাঁর স্ত্রী একরাম (সাংসদ একরামুল করিম চৌধুরী), নিজামকে (সাংসদ নিজাম উদ্দিন হাজারী) দিয়ে এসব করাচ্ছে।’

এর আগে আজ মঙ্গলবার বেলা ১১টায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন কাদের মির্জা। প্রায় ৩০ মিনিটের লাইভ বক্তব্যে কাদের মির্জা উল্লেখ করেন, ‘আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, গত সংসদ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদকে যেভাবে রাতের অন্ধকারে তাঁর বাসা থেকে সিএমএইচে নিয়ে গেছে, অনুরূপ কিছু করার জন্য আজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওবায়দুল কাদের সাহেব, ওনার স্ত্রীর প্ররোচনায়। এটা অত্যন্ত দুঃখজনক। আমি দেশবাসীকে জানিয়ে দিচ্ছি, এ ধরনের ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে আত্মহত্যা করব। আমার ওপর যদি কিছু ঘটাতে আসেন, আমি বলে দিচ্ছি, আমি আত্মহত্যা করব। আমি কোনো অসত্যের কাছে মাথা নত করব না।’

আরও পড়ুন