এসআইয়ের করোনা শনাক্ত, ইউএনও, ওসিসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ

কুমিল্লার বরুড়া থানার এক উপপরিদর্শকের (এসআই) দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ মোট ৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

দিনব্যাপী উপজেলা কমপ্লেক্স ও থানা থেকে এই ৩৯ জনের নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নোমান সিদ্দিকী, স্বাস্থ্যকর্মী হারুনুর রশিদ ও প্যাথলজি বিভাগের টেকনোলজিষ্ট ফরিদা বেগম।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বরুড়া থানার ওই এসআইয়ের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায় বুধবার। এতে দেখা যায়, তিনি করোনা ‌'পজিটিভ'। এ অবস্থায় তাঁর সংস্পর্শে আসা সবার নমুনা পরীক্ষার উদ্যোগ নেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই পুলিশ কমর্কর্তার সন্তানসম্ভবা স্ত্রীসহ পরিবারের চার সদস্য, ইউএনও ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর বরুড়া থানা থেকে ওসি এবং থানায় কর্মরত ২৭ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়।

বরুড়ার ইউএনও আনিসুল ইসলাম নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।