ওই দুই শিশুকে নিরাপত্তা দিতে বললেন হাইকোর্ট

সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর দুই নাতিকে ১১ অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা দিতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই শিশুসহ উভয় পক্ষকে সেদিন আদালতে আসতে বলা হয়েছে। সেদিন উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশের জন্য আদালত দিন ধার্য করেছেন।

আজ রোববার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বিকেলে এ আদেশ দেন। এর আগে গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে একই আদালত স্বতপ্রনোদিত রুল দিয়ে ওই দুই শিশু ও তাদের মাকে বাসায় পৌঁছে দিতে নির্দেশ দিয়েছিলেন।

গতকাল রাতে বেসরকারি একটি টিভি চ্যানেলে শিশু অধিকার নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে কে এস নবীর দুই নাতিকে বাসায় ঢুকতে দিচ্ছেন না তাদের চাচা—এ প্রসঙ্গ আসে। বিষয়টি নজরে এলে মধ্যরাতে হাইকোর্ট বসেন। আদালত স্বতপ্রনোদিত রুল দিয়ে ওই দুই শিশুকে ওই বাসায় (ধানমন্ডি বাড়ি নং-৯০, রোড নং-৭/এ) পৌঁছে দিতে নির্দেশ দেন।

আদেশ অনুসারে রাতেই ধানমন্ডি থানার ওসি ইকরাম হোসেন মিয়া তাঁদের বাসায় পৌঁছে দেন। নির্দেশ বাস্তবায়ন বিষয়ে আজ আদালতে হলফনামা আকারে প্রতিবেদন দেন ওসি। বিকেলে শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

ওসির প্রতিবেদনের ভাষ্য, ৪ অক্টোবর রাত দেড়টায় কাজী নাহিয়ান নবী, কাজী আদিয়ান নবী, তাদের মা শাহানাজ নবী, কাজের মেয়েসহ আত্মীয়স্বজন ওই স্থানে উপস্থিত হন। উপস্থিত আত্মীয়স্বজন ও তাঁদের চাচা কাজী রেহান নবীর উপস্থিতিতে ওই চারজনকে নিরাপদে তাঁদের ওই বাড়ির নিজস্ব ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হয়। কাজী রেহান নবী ও বাসার নিরাপত্তাকর্মীদের যথাযথ নিরাপত্তা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

বিষয়টি শুনানির জন্য উঠলে আদালত ওসির উদ্দেশে বলেন, ‘খুব ভালো কাজ করেছেন। এতে পুলিশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। আমরা এ রকম পুলিশ দেখতে চাই। আদালতের আদেশ কীভাবে বাস্তবায়ন করতে হয়, তা আপনি দেখিয়ে দিয়েছেন।’ পরে আদালত ১১ অক্টোবর পরবর্তী দিন রেখে ওই আদেশ দেন।

সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর দুই ছেলে। বড় ছেলে কাজী রেহান নবী সুপ্রিম কোর্টের আইনজীবী। ছোট ছেলে সিরাজুন নবী গত ১০ আগস্ট মারা যান। তাঁর দুই ছেলে কাজী নাহিয়ান নবী ও কাজী আদিয়ান নবী ।

পুলিশের তথ্যমতে, সিরাজুন নবীর সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ ঘটেছিল। সন্তানদের নিয়ে মা শাহানাজ কে এস নবীর ধানমন্ডির বাসায় থাকছিলেন। এটা নিয়ে পরিবারে সমস্যা হচ্ছিল। আর দুই শিশুসন্তান মাকে ছাড়া থাকতে রাজি হচ্ছিল না। ২ অক্টোবর রেহান নবী ছোট ভাই সিরাজুন নবীর সন্তানদের ধানমন্ডির বাসায় ঢুকতে দিচ্ছিলেন না।