ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, এক যাত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যানের চাপায় শফিকুল ইসলাম (৩২) নামের সিএনজিচালিত অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ পাঁচজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের শিবপুর খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চন্দনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি সদর উপজেলার পাঁচদোনা এলাকার একটি টেক্সটাইল মিলের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, শিবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই খাদ্যগুদাম এলাকায় পৌঁছালে অটোরিকশাটি আরেকটি গাড়িকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পিকআপ ভ্যানটির চাপায় ঘটনাস্থলেই ওই অটোরিকশার যাত্রী শফিকুল ইসলাম নিহত হন এবং চালকসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মাসুদ মিয়া (৩৫), মাহমুদুল হাসান (২৮), মো. রাশেদ (২৭), মো. হান্নান (৩৫) ও জহিরুল ইসলাম (৪৫)। আহত এই পাঁচজনকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয় লোকজন। পরে তাঁদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শফিকুল ইসলামের লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পলাতক।