‘কত চিন্তায় ছিলাম ঈদের দিন কী খামু’

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জে ৯০টি অসহায় পরিবারের মধ্যে গরুর মাংস এবং ১২টি পরিবারকে অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রথম আলো সিরাজগঞ্জ কার্যালয়ে
ছবি: প্রথম আলো

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সিরাজগঞ্জে ঈদ উপহার হিসেবে ৯০টি অসহায় পরিবারের মধ্যে গরুর মাংস এবং ১২টি পরিবারকে অর্থ বিতরণ করা হয়েছে। ‘সহমর্মিতার ঈদ’ শীর্ষক এ কার্যক্রম পরিচালনা করে সিরাজগঞ্জ বন্ধুসভা। আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলো সিরাজগঞ্জ কার্যালয়ে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রতিটি পরিবারকে এক কেজি করে গরুর মাংস এবং ১২টি পরিবারকে ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জ বন্ধুসভার প্রবাসী বন্ধু কামরুজ্জামান, ফারুক হোসেন, মোমিনুর রহমান, খন্দকার শফিউল্লাহ এবং বন্ধুসভার স্থানীয় উপদেষ্টা ও বন্ধুদের সহযোগিতায় এই ঈদ উপহার অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়।

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জে ৯০টি অসহায় পরিবারের মধ্যে গরুর মাংস এবং ১২টি পরিবারকে অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রথম আলো সিরাজগঞ্জ কার্যালয়ে
ছবি: প্রথম আলো

এ সময় মাংস পেয়ে অনেকে আপ্লুত হয়ে বলেন, ‘অভাবের কারণে কত দিন ধইরা গরুর মাংস কিনতে পারি না। কত চিন্তায় ছিলাম ঈদের দিন কী করমু, কী খামু। কিন্তু আপনেগোরে কাছ থাইকা মাংসটুক পাইয়া আমার অনেক উপকার হইল। ঈদের দিনে বাড়িতে গরুর মাংস রান্না হইব।’

ঈদ উপহার বিতরণের সময় সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, সহসভাপতি রাসেল আহমেদসহ বন্ধুরা উপস্থিত ছিলেন।