কথা বলার ক্ষেত্রে আরও সাবধান হবেন নোয়াখালীর সেই সাংসদ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের জাতীয়করণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম
ছবি: প্রথম আলো

সংসদ সদস্য হিসেবে কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক ও সাবধান হবেন বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগের সাংসদ এইচ এম ইব্রাহিম। আজ রোববার দুপুরে সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের রুবিরহাটে বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের জাতীয়করণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

দুই দিন আগে একই উপজেলার দেওটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের মৃত্যুতে আয়োজিত শোকসভায় বক্তৃতা দেওয়ার সময় দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেলার হুকুম দিয়ে ও মামলার ১ নম্বর আসামি হওয়ার ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েন এই সাংসদ। যার পরিপ্রেক্ষিতে আজ কথা বলার ক্ষেত্রে সতর্ক ও সাবধান হওয়ার কথা বলেন তিনি।

আরও পড়ুন

বক্তব্যের শুরুতেই সাংসদ এইচ এম ইব্রাহিম বলেন, ‘আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আর এখন কথা বলার ক্ষেত্রেও সাবধান হতে হয়। কোনো কোনো কথা স্লিপ অব টাং হয়ে যায়। সাংবাদিক ভাইয়েরা থাকেন। ওই কথাটাকে কোট করে সারা দেশ তোলপাড় করে ফেলেন। ওই কথার সামনের কথাও নাই, পেছনের কথাও নাই। আমি সেই প্রসঙ্গে যাব না।’

সাংসদ বলেন, ‘সংসদ সদস্য হিসেবে আসলে আমাদের কথা বলার ক্ষেত্রে অবশ্যই অনেক সচেতন হতে হয়। যদিও মানুষমাত্রই একটা আবেগ কাজ করে, সমাজের মানুষের যখন কোনো প্রতিবাদের ঝড় আসে, তখন মানুষ হিসেবে সেটা আমার দিকেও আসে। সে ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে বা অসাবধানতাবশত হয়তো অনেক কথাই মুখ দিয়ে বের হয়ে যায়।’

অনুষ্ঠানের পর সাংসদ এইচ এম ইব্রাহিম সাংবাদিকদের কাছে দুই দিন আগের শোকসভায় দেওয়া বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেন। সাংসদ ইব্রাহিমের মতে, তিনি কোনো বিশেষ গোষ্ঠীর উদ্দেশে ওই বক্তৃতা দেননি। স্থানীয় লোকজনের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপস্থিত পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি এলাকার লোকজনকে সচেতন হওয়ার কথা বলতে গিয়ে দুষ্কৃতকারীদের পিটিয়ে মারার কথা বলে ফেলেছেন। একজন সাংসদ হিসেবে তাঁর ওই কথা বলা ঠিক হয়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংসদ ইব্রাহিমের বক্তৃতার ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যাতে সাংসদকে বলতে শোনা যায়, ‘আমি হুকুম দিয়া দিচ্ছি, এই সমস্ত দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেললে কিছু হবে না। আপনারা যদি পারেন, আপনারা গণপিটুনি দিয়ে মেরে ফেলেন। যদি কেউ আসামি করে আমি মামলার ১ নম্বর আসামি হব, যে আমি হুকুম দিয়ে গেছি। এটা আমি আপনাদের কথা দিয়ে গেলাম।’

সাংসদ এইচ এম ইব্রাহিম বলেন, ‘যদি পুলিশ না পারে, আমি আপনাদের বলে গেলাম, আপনারা এ সমস্ত দুষ্কৃতকারীদের, যারা সমাজের মানুষদের ঘুম হারাম করে দিচ্ছে, যারা সমাজের মানুষকে অত্যাচার করতেছে, তাদের আপনারা পিটিয়ে মেরে ফেলেন, কিছু হবে না। সেটার যদি আসামি হতে হয়, আসামি হব, আমি আপনাদের ঘোষণা দিয়ে যাচ্ছি।’