কনসার্ট চলাকালে দর্শকের ওপর ভেঙে পড়ল গাছ, নিহত ২

লাশ
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কনসার্ট চলাকালে দর্শকের ওপর গাছ ভেঙে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মল্লিকবাড়ি বাজার সমিতির আয়োজনে কনসার্ট চলার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নাসির উদ্দিন (৩৩) ও মো. শহিদ (৩৫)। তাঁদের বাড়ি মল্লিক ইউনিয়নে। তাঁরা দুজন পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকবাড়ি বাজার ব্যবসায়ী সমিতি বার্ষিক বনভোজন শেষে গতকাল সন্ধ্যার পর বাজারের গরু হাটের স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে থাকা মরা আমগাছ রাত ৯টার দিকে হঠাৎ ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন দর্শক আহত হন। তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শহিদের মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মল্লিকবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, মরা আমগাছ ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এরপর অনুষ্ঠান স্থগিত করা হয়।