কমছে পানি, বাড়ছে ভাঙন

নদীভাঙনকবলিত পরিবারগুলো প্রতিবেশীর ঘরে বা অন্যের জমিতে ঘর তুলে আশ্রয় নিয়েছে।

বন্যায় প্লাবিত হয়েছিল চরাঞ্চল। এখন কমছে নদীর পানি। ভাঙতে শুরু করেছে বসতভিটা। নদীগর্ভে চলে যাচ্ছে গাছপালা। শঙ্কায় দিন কাটছে গ্রামবাসীর। গতকাল বেলা সাড়ে ১১টায় পদ্মা নদীতীরবর্তী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গৌরবরদিয়া এলাকায়ছবি: সাজিদ হোসেন

মানিকগঞ্জে নদ-নদীগুলোতে এক সপ্তাহ ধরে পানি কমতে শুরু করেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর ভাঙন বেড়েছে। চার দিনে উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রায় অর্ধশত বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয় লোকজন নদীর ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) মো. ফারুক হোসেন বলেন, উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল বৃষ্টিপাতে দুই সপ্তাহ আগে যমুনা ও পদ্মার পানি বেড়ে যায়। তবে এক সপ্তাহ ধরে এই নদী দুটির পানি কমতে শুরু করেছে।

স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মায় পানি বাড়ার শুরুতে উপজেলার কাঞ্চনপুর, গোপীনাথপুর, লেছড়াগঞ্জ, আজিমনগর ও ধুলশুড়া ইউনিয়নে নদীর ভাঙন শুরু হয়। চার দিনে এসব ইউনিয়নের অর্ধশত বসতভিটা বিলীন হয়েছে। নদীভাঙনকবলিত পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। কেউ কেউ প্রতিবেশীদের বাড়িতে এবং অন্যের জমিতে ঘর তুলে আশ্রয় নিয়েছেন।

লেছড়াগঞ্জ ইউনিয়নের সিলিমপুর গ্রামের জলিল মিয়া নদীভাঙনে বসতভিটা হারিয়েছেন। গতকাল দুপুরে ইঞ্জিনচালিত ট্রলারে করে ঘরের টিনের চাল, বেড়াসহ বাড়ির অন্যান্য মালামাল অন্যত্র নিয়ে যেতে দেখা যায় তাঁকে।

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কাঞ্চনপুর ও গোপীনাথপুর ইউনিয়নে নদীতীরবর্তী এলাকায় গিয়ে নদীভাঙনের দৃশ্য চোখে পড়ে। এ সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় কয়েকটি পরিবারকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিতে দেখা যায়।

গত রোববার নদীতে বসতভিটা হারিয়েছে কাঞ্চনপুর ইউনিয়নের বৌদ্দকান্দি গ্রামের ওকিল শিকদারসহ আরও দুজনের পরিবার। ওকিল শিকদার বলেন, ‘এক যুগে আবাদি জমি যা ছিল নদীতে সব নিয়্যা গ্যাছে। আশ্রয়ের শেষ সম্বলটুকু আছিল এই বসতবাড়ি। তা–ও পদ্মায় নিয়ে গেল।’

কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘ভাঙনকবলিত পদ্মাপারের মানুষ ত্রাণ চায় না। আমরা স্থায়ী বাঁধ চাই।’

মানিকগঞ্জের পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ভাঙন রোধে গোপীনাথপুরের উজানপাড়া এলাকায় জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। বাহাদুরপুর থেকে উজানে চার কিলোমিটার এলাকায় নদীর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।