কমলগঞ্জে ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি নিয়ে উত্তেজনা, বহিষ্কার ২

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়ন ছাত্রলীগের পাল্টাপাল্টি দুটি কমিটি গঠন করা হয়। দুটি কমিটিকেই অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগের দুই পক্ষ। এ নিয়ে উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। এসব ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রোববার রাতে পতনঊষার শহীদনগর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছেন।

উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি হাবিবুল ইসলাম ইমনকে সভাপতি ও শাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যবিশিষ্ট পতনঊষার ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ (রিপুল) ও সাধারণ সম্পাদক সাকের আলী সজীব।

অনুমোদনের দুই দিনের মধ্যেই কমিটি থেকে মৌখিক ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে কয়েকজন নেতা পদত্যাগ করেন। পদত্যাগের পরপরই কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহাব উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর খান উপজেলা ছাত্রলীগের প্যাডে মো. জুনেদ খানকে সভাপতি, রিন্টু দাশকে সাধারণ সম্পাদক ও শিপলু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যবিশিষ্ট পতনঊষার ইউনিয়ন ছাত্রলীগের আরও একটি কমিটি অনুমোদন দেন।

এ ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহাব উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর খানকে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁদের বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এ ঘটনার জেরে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটি থেকে সদ্য পদত্যাগকারী সহসভাপতি রুহিন চৌধুরীর সঙ্গে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শাকির হোসেন, ছাত্রলীগের নেতা ফেরদৌস খান ও ফাহাদ চৌধুরীর তর্কবিতর্ক হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল মহড়া দিয়ে ছাত্রলীগের ওই তিন নেতা স্থানীয় একটি দোকানে রুহিন চৌধুরীর ওপর হামলার চেষ্টা চালান। এ সময় দৌড়ে রুহিন বাড়িতে চলে যান। পরে দোকানে ভাঙচুর করলে একজন মাছ ব্যবসায়ীসহ তিনজন আহত হন।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের এটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও একটি মোটরসাইকেল জব্দ করে।

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক ঘোষিত পতনঊষার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুল ইসলাম ইমন বলেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক কোনো কমিটি অনুমোদন দিতে পারেন না বলেই জেলা ছাত্রলীগ তাঁদের বহিষ্কার করেছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী বলেন, ‘আমরা সবার সঙ্গে আলোচনা করেই কমিটি দিয়েছি। গঠনতন্ত্র অনুযায়ী, সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকেরা কোনো কমিটি অনুমোদন দিতে পারেন না। এ জন্য জেলা ছাত্রলীগ তাঁদের বহিষ্কার করেছে এবং তাঁদের অনুমোদিত কমিটি বাতিল ঘোষণা করেছে।’