কমলগঞ্জে সেতুর পাটাতন খুলে যাওয়ায় যান চলাচল বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-কমলগঞ্জ সড়কে একটি বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়-সংলগ্ন এলাকায় বেইলি সেতুটির অবস্থান। মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

সওজ, মৌলভীবাজারের সাবস্টেশন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শুক্রবার সকালে বেইলি সেতুটির খুলে যাওয়া পাটাতন অপসারণ করে নতুন পাটাতন স্থাপনের কাজ শুরু হয়েছে। কাজটি শেষ করতে সময় লাগবে। কত সময় লাগবে, সেটা এখনো বলা যাচ্ছে না।

সওজ সূত্রে জানা যায়, অতিরিক্ত ও ভারী যানবাহন চলাচলের কারণে গতকাল সন্ধ্যায় বেইলি সেতুর একটি পাটাতন খুলে যায়। এরপর থেকে শমশেরনগর-কমলগঞ্জে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর নিজ নিরাপত্তায় কিছু ছোট আকারের যানবাহন বেইলি সেতুটির ওপর দিয়ে পারাপার হলেও বড় সব ধরনের যানবাহন ১০ কিলোমিটার পথ ঘুরে মুন্সিবাজার হয়ে চলাচল করে।

সেতুর কাজ তদারকি করছিলেন সওজের কর্মী দেবাশীষ দে। তিনি বলেন, গতকাল পাটাতন খুলে যাওয়ার পরও হালকা কিছু যানবাহন চলাচল করেছে। আজ সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়ে মেরামতকাজ শুরু হয়েছে।