কমলগঞ্জে হেফাজতের কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজারে রোববার হরতাল চলাকালে হেফাজতের কর্মীদের পিকেটিং করতে দেখা যায়
ছবি: প্রথম আলো

হেফাজতে ইসলামের ডাকা হরতালে রোববার মৌলভীবাজারের কমলগঞ্জে মুন্সীবাজারে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত হেফাজতের কর্মী ও পুলিশের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। হরতালের কারণে খাবার ও ওষুধ বিক্রির দোকান ছাড়া সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

রোববার সকাল ১০টা থেকে হেফাজতে ইসলামের কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকারিয়া ও মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক মাসুক আলীর নেতৃত্বে কর্মীরা কমলগঞ্জের মুন্সীবাজার, বাবুর বাজার ও দেওড়াছড়া সড়কে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা আটকে দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

এ খবর পেয়ে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফয়েজ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সীবাজার এলাকায় এসে হেফাজতের কর্মীদের ধাওয়া দেয়। হেফাজতের কর্মীরা পাল্টা ইটপাটকেল ছুড়ে পুলিশ সদস্যদের ধাওয়া দেন। এ সময় তাঁদের ছোড়া ইটপাটকেলে এক সংবাদকর্মী ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। একপর্যায়ে ওই সব স্থানে পুলিশ বাড়ালে হেফাজতের কর্মীরা সড়ক ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে শমশেরনগর-মুন্সীবাজার-মৌলভীবাজার সড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।


কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, পুরো উপজেলা স্বাভাবিক থাকলেও মুন্সীবাজার ও বাবুর বাজার এলাকায় হেফাজতের কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছিলেন। তাঁরা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিলেন। তবে কমলগঞ্জ থানার পুলিশ সক্রিয় থাকায় তাঁরা পালিয়ে যান। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়।