গৃহবধূর কম্বলে মোড়ানো লাশ উদ্ধার, স্বামী আটক

হত্যা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে কম্বল দিয়ে মোড়ানো ও শরীরে লবণ ছিটানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নবীগঞ্জ এলাকায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই লাশ উদ্ধার করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে লাশ রেখে পালিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূর স্বামী আমিনুল ইসলামকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহত গৃহবধূর নাম শান্তা আক্তার (২২)। তিনি সোনারগাঁ উপজেলার বারদী এলাকার কলিমউল্লাহর মেয়ে। আটক আমিনুল ইসলাম বন্দর গার্লস স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক এবং নবীগঞ্জ এলাকার সুলতান মিয়ার বাড়ির ভাড়াটে বলে জানা গেছে।

বন্দর গার্লস স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক আমিনুল ইসলাম তাঁর স্ত্রীকে হত্যা করে শরীরে লবণ মেখে কম্বল পেঁচিয়ে লাশ ভাড়া বাসায় রেখে দেন।
ফখরুদ্দীন ভূঁইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নারায়ণগঞ্জ বন্দর থানা

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া প্রথম আলোকে জানান, বন্দর গার্লস স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক আমিনুল ইসলাম তাঁর স্ত্রীকে হত্যা করে শরীরে লবণ মেখে কম্বল পেঁচিয়ে লাশ ভাড়া বাসায় রেখে দেন। মঙ্গলবার দুপুরে নিজেই স্ত্রীর লাশ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় চিকিৎসক লাশের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান এবং লাশটি দু-তিন দিন আগের বলে সন্দেহ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ লাশটি জরুরি বিভাগে রেখে আমিনুলকে আটক করে থানায় খবর দেন।

ওসি ফখরুদ্দীন ভূঁইয়া বলেন, পুলিশ গিয়ে সুরতহাল তৈরির পর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আটক আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।