করোনা‌কে এখন আমরা ভয় পাই না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে বিরল উপজেলা মিলনায়তনে
সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলে‌ছেন, ‘ক‌রোনাকালীন আমরা দে‌শের সব মানু‌ষের পা‌শে দাঁড়া‌নোর চেষ্টা ক‌রে‌ছি। বাংলাদেশসহ সমগ্র পৃথিবী আজ একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। মানুষ নিরলসভাবে মেধা, মনন ও শক্তি বিনিয়োগ করেছে করোনা মোকাবিলার জন্য। ক‌রোনা মোকাবিলায় আমরা সফল হয়েছি, করোনা‌কে এখন আমরা ভয় পাই না।’

বুধবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা মিলনায়তনে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

খা‌লিদ মাহমুদ চৌধুরী বলেন, পৃথিবীতে বিভিন্ন ধরনের দুর্যোগ এসেছে। মানবজাতি সেই দুর্যোগের মোকাবিলা করে‌ছে, তেমনই ২০২০ সালের করোনা মহামারি পৃথিবীকে বিপদগ্রস্ত করেছে। মানুষ করোনার বিরুদ্ধে এখন পর্যন্ত সংগ্রাম করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ কোটি মানুষকে নিয়ে বিচক্ষণতার সঙ্গে করোনা মোকাবিলা করে আসছেন।

ক‌রোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পত্র দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞেরা ধারণা করেছিলেন ঘনবসতিপূর্ণ দেশে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হতে পারে, দেশের অর্থনৈতিক অবস্থা, সমাজব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত হওয়ার ব্যাপক সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে শুধু কঠিন এই পরিস্থিতির মোকাবিলা নয়, পৃথিবীকে জানিয়ে দেওয়া হয়েছে যোগ্য নেতৃত্ব থাকলে একটি জাতি যেকোনো সমস্যার মোকাবিলা করতে পারে।

বাংলাদেশের প্রতিটি শিশু স্কুলে যায় উল্লেখ করে খা‌লিদ মাহমুদ চৌধুরী বলেন, এমন কোনো ঘর নেই, যে ঘরের সন্তানেরা স্কুলে যায় না। বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে সরকার সক্ষম হয়েছে। করোনার টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেশের মানুষকে বিনা মূল্যে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।