করোনা নিয়ন্ত্রণে যশোরে বিধিনিষেধ সাত দিন বাড়ল

যশোর জেলার মানচিত্র

যশোরে চলমান কঠোর বিধিনিষেধ আরও সাত দিন বাড়ানো হয়েছে। ফলে ২৩ জুন মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ চলবে। যশোর ও নওয়াপাড়া পৌর এলাকা ছাড়াও বিধিনিষেধের আওতায় নতুন করে যুক্ত হয়েছে ঝিকরগাছা পৌর এলাকা, শার্শা সদর ইউনিয়ন, বেনাপোল বাজার এবং যশোর সদর উপজেলার চাঁচড়া, আবরপুর, উপশহর ও নোয়াপাড়া ইউনিয়ন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৯ জুন মধ্যরাতে শুরু হওয়া সাত দিনের বিধিনিষেধ ১৬ জুন মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় নতুন করে আরও সাত দিন সময় বাড়ানো হলো।

এ ব্যাপারে জেলার করোনা প্রতিরোধ কমিটির সদস্য ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, যশোরে করোনা সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় নতুন করে কয়েকটি এলাকাসহ আরও সাত দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধের আওতায় যশোর জেলার সব রুটে বাস বা গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। আন্তজেলা বাস চলাচল স্বাভাবিক থাকলেও যশোরের অভ্যন্তরীণ যাত্রী পরিবহন করা যাবে না। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে।

এদিকে আজ যশোরে ৪২৩ জনের নমুনা পরীক্ষায় ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার ল্যাব থেকে এ তথ্য জানানো হয়েছে।