করোনা নিয়ে সাংসদ ফজলে হোসেন বাদশা হাসপাতালে ভর্তি

সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা
ছবি: সংগৃহীত

রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। গতকাল রাত নয়টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক গতকাল রাতে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৮ এপ্রিল করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ফজলে হোসেন জ্বর আসে। পরে বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। সন্ধ্যায় তাঁর করোনা পজিটিভ ফল আসে। এরপর রাত নয়টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে ভর্তি আছেন। তাঁর অক্সিজেন লেভেল ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে। তিনি সুস্থ আছেন।

দেবাশিষ প্রামাণিক আরও বলেন, দেশে করোনার গণটিকা কার্যক্রম শুরুর প্রথম দিন ৭ ফেব্রুয়ারি ফজলে হোসেন টিকা নেন। তিনিই রাজশাহীতে প্রথম টিকা নিয়ে এর উদ্বোধন করেন। ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন।