করোনা রোগীদের জন্য জয়পুরহাটে পুলিশের অক্সিজেন সেবা চালু

জয়পুরহাট জেলার মানচিত্র
প্রতীকী ছবি

জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। করোনায় আক্রান্ত গরিব-অসহায় ও শ্বাসকষ্টে ভোগা অতীব জরুরি রোগীরা বিনা মূল্যে এ সেবা নিতে পারবেন। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মেদ ভূঞা এ তথ্য জানিয়েছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি জয়পুরহাট জেলায় করোনার সংক্রমণ বেড়েছে। এ কারণে জেলার জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভায় বিধিনিষেধ চলামান রয়েছে। করোনায় আক্রান্ত গরিব-অসহায় ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের কথা চিন্তা করে পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মেদ ভূঞার উদ্যোগে অক্সিজেন সেবা চালু করা হয়। ইতিমধ্যে কয়েকজন করোনায় আক্রান্ত এবং শ্বাসকষ্টের রোগীদের এই ব্যাংক থেকে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। জয়পুরহাট পুলিশ হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আরিফুল ইসলামকে অক্সিজেন সেবার দায়িত্বে রাখা হয়েছে।

জয়পুরহাটে কর্মরত সাংবাদিক মোয়াজাজিম হোসেন বলেন, ‘আমি শ্বাসকষ্টে ভুগছিলাম। জেলা পুলিশের অক্সিজেন ব্যাংক থেকে আমাকে অক্সিজেন সরবরাহ করা হয়েছিল। পুলিশ সুপারের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।’

পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে আটটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ সেবা চালু করা হয়েছে। সিলিন্ডারের সংখ্যা আরও বাড়ানো হবে। করোনায় আক্রান্ত গরিব-অসহায় ও শ্বাসকষ্টের রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।