করোনা শেষে আদালতের ছুটি কমিয়ে মামলাজট কমাতে হবে: অ্যাটর্নি জেনারেল

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সস্ত্রীক আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানছবি: সংগৃহীত

করোনা মহামারি শেষ হলে আদালতের ছুটি কমিয়ে মামলাজট কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল সস্ত্রীক আজ শনিবার বেলা দেড়টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

মামলাজটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশে অনেক দিন ধরে মামলাজট আছে। তবে করোনাকালে আদালত বন্ধ থাকায় নতুন মামলা তেমন হয়নি। তারপরও কিছুটা মামলাজট রয়েছে। মামলাজট শেষ করার জন্য আমাদের একটু বেশি কাজ করতে হবে। সব আদালত যখন খুলে যাবে, তখন আমাদের ছুটি কমাতে হবে। ইতিমধ্যে আমাদের সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হয়েছে। এ কারণে আমাদের অনেকগুলো কার্যদিবস বেড়ে গেছে। আগামী বছর করোনা থেকে রেহাই পেলে বার্ষিক ছুটি কমিয়ে কার্যদিবস বাড়িয়ে মামলাজট কমাতে পারব।’

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আরও বলেন, ‘পুরোনো অনেক মামলা রয়ে গেছে। অনেক পুরোনো মামলা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এবং অনেকগুলো বের করেছি। কিছু মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। সেগুলো শুনানির চেষ্টা করা হচ্ছে। কিছু মামলা কার্যতালিকায় আনা হয়েছে। কিছু মামলার শুনানি আরম্ভ হয়েছে। কিছুদিনের মধ্যে পুরোনো মামলাগুলো শেষ করতে পারব বলে আশা করছি।’

অ্যাটর্নি জেনারেল বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিরা দু–একটি দেশে পালিয়ে আছেন। আইনগত প্রক্রিয়াতে তাঁদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ হলে তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।