করোনাকালে ঈদ উপহার দিল তারা

ঈদের দিন আজ শুক্রবার বিকেলে বরিশাল নগরের বিভিন্ন বস্তি ও সড়কে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বাসদের নেতা–কর্মীরা
ছবি: প্রথম আলো

করোনাকালে মানুষের আয় অনেক কমে গেছে। নিম্ন আয়ের মানুষের সংসারে চলছে টানাপোড়েন। তাই ঈদুল ফিতরে পরিবারের সদস্যদের মুখে উন্নতমানের খাবার তুলে দেওয়ার সামর্থ্য নেই অনেকেরই। এ রকম এক পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কয়েকটি সংগঠন। তাদের সহায়তায় ঈদের এই খুশির দিনে ভালো খাবার খাওয়ার সুযোগ পেয়েছে তারা।

আজ শুক্রবার ঈদের দিন বরিশাল নগরের নিম্ন আয়ের ৭০০ জনের হাতে রান্না করা উন্নতমানের খাবার তুলে দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। সংগঠনটির বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব ও সদস্যসচিব মনীষা চক্রবর্তীর নেতৃত্বে সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের বিভিন্ন বস্তি ও এলাকায় ঘুরে ঘুরে এসব খাবার বিতরণ করা হয়। এ ছাড়া বরগুনায় প্রায় সাড়ে ৩০০ পরিবারের মধ্যে রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করেন হোপ বরগুনা নামে একটি সংগঠনের সদস্যরা।

শুক্রবার সকালে বাসদ বরিশাল নগরের ফকিরবাড়ি রোডের কার্যালয়ে ফিরনি এবং দুপুরে বিরিয়ানি দিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষকে আপ্যায়ন করে। এরপর বেলা ৩টায় তারা নগরের কেডিসি বস্তি, পলাশপুর ও রসুলপুর বস্তি এলাকার ৪০০ পরিবারের সদস্যদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে।

বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব বলেন, ‘ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতেই গত বছরের মতো এবারও আমরা ঈদের দিনে ৭০০ পরিবারের জন্য উন্নতমানের খাবার বিতরণ করেছি।’

হোপ বরগুনার সদস্যরা শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বরগুনা শহরের উপকণ্ঠে মনসাতলী এলাকায় ৭০টি বেদে পরিবারের শিশু ও বৃদ্ধ, শহরের হাসপাতাল সড়কের পেছনের বস্তি, গগন স্কুল এলাকা, গোলবুনিয়াসহ বিভিন্ন এলাকার ৩৫০ জনের হাতে বিরিয়ানির প্যাকেট তুলে দেন। এ ছাড়া তাঁরা নিম্নবিত্ত ৬২৫টি পরিবারকে ঈদ উপলক্ষে খাদ্যপণ্য ও ৫০ শিশুকে রঙিন পোশাক দেয়।

হোপ বরগুনা গত বছর করোনাকালে লকডাউন শুরু হলে এ কার্যক্রম শুরু করে। কার্যক্রমের আওতায় খাদ্যপণ্য সহায়তা, বৃদ্ধদের চিকিৎসা সহায়তা, শিশুদের জন্য দুধ, ডিম ও পুষ্টিকর রান্না করা খাবার, কিশোরীদের স্যানিটারি ন্যাপকিন, গর্ভবতী নারীদের জন্য পুষ্টিকর খাবার, বিধবা নারীদের এক মাসের খাদ্যপণ্য, ঘর তোলার সহায়তা, রমজানে ইফতারি বিতরণসহ নানা কার্যক্রম চালাচ্ছে।

সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলাম বলেন, ‘করোনার সময় মানুষের আয়রোজগার কমে গেছে। এ কারণে গত বছরের ২৫ মার্চ থেকে আমরা কয়েকজন তরুণ মিলে হোপ বরগুনার কার্যক্রম শুরু করি। মাঠে কাজ করতে গিয়ে আমরা লক্ষ করেছি যে মানুষের শুধু খাদ্যপণ্য নয়, করোনাকালে পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা আলাদা চাহিদার রয়েছে। এরপর আমরা সে অনুযায়ী সহায়তা দেওয়া শুরু করি।’