করোনাজয়ী মাশরাফি ঈদ করছেন নড়াইলে

নড়াইল–২ আসনের সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা আজ শনিবার জেলার সদর উপজেলা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। ছবি: প্রথম আলো
নড়াইল–২ আসনের সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা আজ শনিবার জেলার সদর উপজেলা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। ছবি: প্রথম আলো

করোনাকে জয় করে নিজের এলাকার মানুষের কাছে ছুটে গেছেন নড়াইল-২ আসনের সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় বাড়ির কাছের সদর উপজেলা জামে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেন তিনি।

প্রতিবছর ছেলে সাহেল মুর্তজাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেন মাশরাফি। তবে এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে ছেলেকে সঙ্গে আনেননি তিনি। ঈদের জামাতে তাঁর সঙ্গে ছিলেন মামা নাহিদুল ইসলাম ও ছোট ভাই সিজার।

গতকাল শুক্রবার সারা দিন মাশরাফি কাটিয়েছেন লোহাগড়া উপজেলার নদীভাঙনে দুর্দশাগ্রস্তদের সঙ্গে। তাদের দুঃখ–কষ্টের কথা শুনেছেন। সহায়তা দিয়েছেন যতটুকু পেরেছেন। আজ ঈদের দিনটা পরিবারের সঙ্গে কাটাবেন মাশরাফি।

নামাজ আদায় শেষে সবাই চেয়েছিলেন মাশরাফির সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। তবে করোনাভাইরাস সেটাতে বাগড়া দিয়েছে। ফলে দূরত্ব বজায় রেখেই সবাই তাঁর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের বিশেষ মোনাজাতে অংশ নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া প্রার্থনা করেছেন মাশরাফি। সবাইকে সাবধানে থাকতে তিনি অনুরোধ জানিয়েছেন।