করোনাভাইরাস: রাজবাড়ীতে ইতালিফেরত বাবা-ছেলে পর্যবেক্ষণে

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় করোনাভাইরাস সন্দেহে ইতালিফেরত বাবা ও ছেলেকে নিজ বাড়িতে পর্যবেক্ষণে (হোম কোয়ারেন্টাইনে) রাখা হয়েছে।

তাঁদের বাড়ি যেখানে, সেই ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ইতালিতে অনেক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাবা ও ছেলে ইতালি থেকে ২ মার্চ বাংলাদেশে এসেছেন। করোনাভাইরাস আতঙ্কে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখতে তাঁদের বাড়িতে গ্রাম পুলিশ দিয়ে রাখা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, ইতালিফেরত বাবা ও ছেলে সুস্থ আছেন। তাঁদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা দেয়নি। আতঙ্ক নয়, মূলত করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের আত্মীয়স্বজন যাতে ওই বাড়িতে যাতায়াত না করেন, সে বিষয়ে অনুরোধ করা হয়েছে। আর কয়েক দিন গেলেই তাঁরা স্বাভাবিক জীবন যাপন করবেন।