করোনামুক্ত হওয়ার দুই মাসের মাথায় উপসর্গে মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হিসেবে শনাক্ত হওয়ার পর সুস্থ হয়ে যান। সেটা দুই মাস আগের কথা। এরপর নতুন করে জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। এসব উপসর্গ নিয়ে আজ রোববার মৃত্যুবরণ করেছেন। চট্টগ্রামের হাটহাজারীতে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৮৫)। তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সিরাজুল ইসলাম দৈনিক প্রথম আলোর হাটহাজারী প্রতিনিধি এইচ এম মনসুর আলীর বাবা।

পরিবার সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম (৮৫) গত জুন মাসে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হন। তবে কিছুদিন পর তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কয়েক দিন আগে নতুন করে জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। এ অবস্থায় আজ দুপুর ১২টার দিকে উপজেলা শহরের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন সিরাজুল। বাদ আসর হাটহাজারী মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।