করোনার কড়াকড়ি মানাতে ময়মনসিংহে প্রথম দিনে ২৬৩ মামলা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হলেও ময়মনসিংহে তা মানার লক্ষণ নেই। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরের গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় এলাকায়
ছবি: আনোয়ার হোসেন

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল সোমবার থেকে কার্যকর হওয়া বিধিনিষেধ মানাতে মাঠে আছে ময়মনসিংহ জেলা প্রশাসন। ময়মনসিংহ সদর ও ১২টি উপজেলায় বিধিনিষেধ অমান্য করায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৬৩টি মামলা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসব মামলায় মোট ২ লাখ ১৪ হাজার ৭১৫ টাকা জরিমানা আদায় করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাজার মনিটরিং, জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রথম দিনে জেলায় মোট ২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মোট মামলার সংখ্যা ২৬৩। আর এতে মোট জরিমানা আদায় হয় ২ লাখ ১৪ হাজার ৭১৫ টাকা। পাশাপাশি মানুষকে করোনাভাইরাসের সংক্রমণ বিষয়ে সচেতন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৬৩টি মামলার মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় হয় ৭৩টি। এ ছাড়া নান্দাইল উপজেলায় হয় ৪৭টি মামলা। আর সবচেয়ে কম ৩টি মামলা হয় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়।