করোনার সময় বঙ্গবন্ধুর আদর্শ আমাদের উজ্জীবিত করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

করোনার সময় প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দলীয় নেতা-কর্মী, ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে কৃষকেরা যখন ধান কাটতে পারেননি, তখন তাঁরা ধান কেটে দিয়েছেন। করোনাকালে বঙ্গবন্ধুর আদর্শ আমাদের উজ্জীবিত করেছে।’

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় র‌্যাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, করোনার কারণে মানুষের গতি যখন হারিয়ে গিয়েছিল, সারা বিশ্বে যখন মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে বিশ্বের মধ্যে যে কয়টি দেশ প্রথম সারিতে রয়েছে, বাংলাদেশ তার মধ্যে ২০তম স্থানে রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বক্তৃতা করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ উম্মে কুলসুম, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন, স্থানীয় রিকশাচালক আতাউর রহমান প্রমুখ।

বৃহস্পতিবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় র‌্যাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও র‌্যাবের সেবা সপ্তাহ উপলক্ষে শীতবস্ত্র বিতরণের কর্মসূচির আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ফুলছড়ি উপজেলার দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলায় মোট ৯ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, গাইবান্ধার বালাসীতে নৌ-ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে।

র‌্যাবের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব সন্ত্রাস ও জঙ্গি দমন এবং মাদক উদ্ধারসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে মানুষের আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায় চলে গিয়েছে। মানুষের আস্থা অর্জন করেছে। র‌্যাব জনগণের পাশে থেকে কাজ করছে। শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও গত বছর র‌্যাব দেশে তিন শতাধিক জঙ্গি ও ১১ হাজার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।