করোনায় চিকিৎসকের মৃত্যু

সৈয়দ মো. সাজ্জাদ কামাল
ছবি: সংগৃহীত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট সৈয়দ মো. সাজ্জাদ কামাল (৫৬) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএমও আরিফ আহমেদ বলেন, ১৫ দিন আগে নমুনা পরীক্ষায় সাজ্জাদ কামালের করোনা শনাক্ত হয়। পরদিন তিনি রংপুরে বাড়ি চলে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।