করোনায় নাটোরের পুলিশ কর্মকর্তার মৃত্যু

আবদুল আলিম
ছবি: সংগৃহীত

নাটোরে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পুলিশের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

আজ মঙ্গলবার তাঁকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

মারা যাওয়া পুলিশ কর্মকর্তা হলেন আবদুল আলিম (৪৪)। তিনি নাটোরের আদালতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ক্ষেতলালের দক্ষিণ তাউসারার গ্রামে।

নাটোরের পুলিশ সুপারের (এসপি) কার্যালয় সূত্রে জানা যায়, আবদুল আলিম করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। আজ গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফন করা হয়েছে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

এসপি লিটন কুমার সাহা বলেন, এএসআই আবদুল আলিম দেশ ও জনগণের সেবায় জীবন উৎসর্গ করেছেন।