করোনায় মারা গেলেন বাহাউদ্দিন নাছিমের মা

২০১৯ সালে মাদারীপুর জেলার রত্নগর্ভা মা সম্মানে ভূষিত নূরজাহান বেগম (ডানে)
সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা নূরজাহান বেগম মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাতটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেনেরও মা।

তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খানসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন স্তরের মানুষ নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নূরজাহান বেগম কিছুদিন আগে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে ভর্তি হন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এক সপ্তাহের বেশি সময় নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আজ সকালে তিনি মারা যান। নূরজাহান বেগম ছয় ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব শহরের মিলগেট মাঠে জানাজার পর মাদারীপুর পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

নূরজাহান বেগম ২০১৯ সালে মাদারীপুর জেলার রত্নগর্ভা মা সম্মানে ভূষিত হয়েছিলেন। তাঁর একান্ত প্রচেষ্টায় তাঁর বাড়ির পাশে শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চবিদ্যালয় নামে দুটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রতিষ্ঠান দুটির সভাপতির দায়িত্বে ছিলেন।