করোনায় স্থগিত জব্বারের বলী

প্রথম আলোর ফাইল ছবি
প্রথম আলোর ফাইল ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা স্থগিত করা হয়েছে। হবে না বৈশাখী মেলাও। এবার ১১১তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ রোববার আয়োজক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ আয়োজক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী।

কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশাখী উৎসবসহ সব অনুষ্ঠান বাতিল করেছেন। মানুষের এই মহা দুর্যোগময় সময়ে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও মেলাসহ সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখ জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হয়। ১২ বৈশাখের দুই-তিন দিন আগে থেকে লালদীঘির মাঠ ও আশপাশের এলাকা নানা পণ্যে ভরে ওঠে। তিন দিনের মেলা হলেও সপ্তাহব্যাপী নানা পণ্যের পসরা সাজিয়ে চলে বিকিকিনি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে বক্সিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার ১৯০৯ সালে এই বলীখেলার প্রবর্তন করেছিলেন।